Ei Pujote Tai Sudhu Tomai Chai

Vishaal Roy, Avisek Maity, Jarek Music

ষষ্ঠীর সকালে
তোমায় প্রথম দেখতে পাওয়া
চোখে চোখে কিছু কথা
কিছু বাকি রেখে যাওয়া

আমার বুকের ভিতর
বাজলো ঢাকের বোল
আমার দুগ্গাপুজোর আকাশ জুড়ে
তোমার কোলাহল

এবার পুজোয় তাই, শুধু তোমায় চাই
পাগল করে তোমার মুচকি হাসি
ধুনুচির নাচে, ভালোবাসার আঁচে
জমবে প্রেমের গল্প পাশাপাশি
সপ্তমীর ভিড়ে
হাত রেখে তোমার হাতে
যেদিক দুচোখ যায়
হাঁটবো দুজনাতে
আমার একলা উদাস মন
আজ খুশিতে ভরপুর
তোমার খোলা চুলের খুনসুটিতে
শুনি আগমনীর সুর

এবার পুজোয় তাই, শুধু তোমায় চাই
পাগল করে তোমার মুচকি হাসি
ধুনুচির নাচে, ভালোবাসার আঁচে
জমবে প্রেমের গল্প পাশাপাশি (2)

অষ্টমী এলো
চলো অঞ্জলী দিয়ে আসি
তোমার নতুন শাড়ি নতুন সাজ
ভীষন ভালোবাসি

আমার নবমীর বিকেল
মনের ভেতরটা আনচান
এগিয়ে এলো মায়ের বিদায়
বিসর্জনের গান

আসছে বছর আবার
আমরা থাকবো অপেক্ষায়
সুখদুঃখের জীবন জুড়ে
চাইবো যে তোমায়

এবার পুজোয় তাই, শুধু তোমায় চাই
পাগল করে তোমার মুচকি হাসি
ধুনুচির নাচে, ভালোবাসার আঁচে
জমবে প্রেমের গল্প পাশাপাশি (2)

Curiosità sulla canzone Ei Pujote Tai Sudhu Tomai Chai di Mohammed Irfan

Chi ha composto la canzone “Ei Pujote Tai Sudhu Tomai Chai” di di Mohammed Irfan?
La canzone “Ei Pujote Tai Sudhu Tomai Chai” di di Mohammed Irfan è stata composta da Vishaal Roy, Avisek Maity, Jarek Music.

Canzoni più popolari di Mohammed Irfan

Altri artisti di Religious