Ami Ar Nei
আমি এক, আমি এক, আমি এক নিস্তব্ধ এক পথিক।
আকুলতার সম্ভাব্য কোনো এক স্থিতি।
আমি এক আবির্ভুত কোনো এক আর্যপুত্র।
বিদায়ের পরেও রয়েছি মহাবিশ্বয়ে।
কখনোবা তারা কখনোবা নোনা জল!
জীবনের শেষে একটাই পরিচয়।
আমি আর নেই, আমি আর নেই মহাবিশ্বের লতানো শিরায়....
নিজেকে হারিয়ে ক্ষয়ে যাওয়া আধারের মিছিলে।
স্তব্ধ সময়ে অপেক্ষায় জাগরিত এই শহরের মোহে।