Amar Dike Takiye

Zunayed Evan

আমার দিকে তাকিয়ে সে আমাকে না
অন্য কাউকে দেখত।
আমাকে ধরে সে আমাকে না
অন্য কাউকে ধরত।

আসলে সে আমাকে না অন্য কাউকে ভালোবাসত। (২)

আমাকে পাশ কাটিয়ে তুমি
যাহারে ভালোবেসেছিলে
সেকি আমার চাইতে বেশি তারা গুনত ?
নাকি আমার চাইতে বেশি কবিতা লিখত ?
নাকি আমার চাইতে বেশি ভালোবাসতো ?

আসলে সে আমাকে না অন্য কাউকে ভালোবাসত। (২)

আমাকে পাশ কাটিয়ে তুমি
যাহারে ভালোবেসেছিলে
সেকি আমার চাইতে বেশি কেঁদেছিল খুব ?
নাকি আমার চাইতে বেশি ব্যাথা লুকাতো
নাকি আমার চাইতে বেশি ভালোবাসতো ?

আসলে সে আমাকে না অন্য কাউকে ভালোবাসত। (২)

যদি ভালোবাসতে, এই আমাকে
জলোচ্ছ্বাস বয়ে যাবে
তোমাকে আজ খুব দারুণ লাগছে
আকাশের তারারা ডিপ্রেশনে
তোমাকে আজ খুব ছারখার লাগছে

আসলে সে আমাকে না অন্য কাউকে ভালোবাসত। (৪)

Canzoni più popolari di Ashes

Altri artisti di Black metal