Ebarer Pujote Lal Sari Nebo

SUMAN PAL

এবারের পূজোতে লাল শাড়ি নেব,
বাহারি খোঁপাতে লাল ফুল দেব।

না দিলে লাল শাড়ি,
যাব বাপের বাড়ি
ভেবনা কখনই ফিরে আসবো
এবারের পূজোতে লাল শাড়ি ননেব।

সপ্তমীতে বালু-চরি অষ্টমীতে তসর,
নবমীতে তাঁতের শাড়ি,পরবো যে এ বছর
না দিলে সোনার চুড়ি,
আর করবোনা সংসারি
কি করে সমাজে মুখ দেখাবো।

দশমীতে দশভুজা
ভাসান যাবার পরে,
কথা দাও বেড়াতে যাবে
পাহাড় নয় সাগরে।

না দিলে কথা,
আর থাকবোনা এই ঘরে
কি করে তোমাকে সাথী মানবো।

না দিলে লাল শাড়ি,
যাব বাপের বাড়ি
ভেবনা কখনই ফিরে আসবো
এবারের পূজোতে লাল শাড়ি নেব

Curiosità sulla canzone Ebarer Pujote Lal Sari Nebo di Alka Yagnik

Chi ha composto la canzone “Ebarer Pujote Lal Sari Nebo” di di Alka Yagnik?
La canzone “Ebarer Pujote Lal Sari Nebo” di di Alka Yagnik è stata composta da SUMAN PAL.

Canzoni più popolari di Alka Yagnik

Altri artisti di Indie rock