Jalsaghar [Adrishyo Nagordolar Trip]

Anupam Roy

একটা লাল ঘুড়ি ওড়ে, মিশ কালো আকাশে,
হাওয়ার গতি বাড়ে, এই বৈশাখ মাসে।
বনেদি বাড়ির ছাদে পায়রা উড়েছে যত
ঘর চিনে নিতে পারবে তো?

২) ভীষণ ধুলো ওড়ে, সব যাবে ঢেকে
তবু মানুষ খোঁজে অতীত, অতীত খোঁজে কাকে?
কেউ কথা তো রাখেনি আর জাহাজ ফেরেনি ঘরে
সারাবেলা একা নেশা করে।

তবু যদি পারি, তোমায় একদিন দেখাব
আমার জলসাঘরে, নিয়ে যাব, নিয়ে যাব, নিয়ে যাব।

ওই লাল ঘুড়িটাকে কেউ নামাতে পারেনি
ওটা আপন মেজাজে যেন কখনো হারেনি
যে রেখেছে সুতো হাতে, আঙুল কেটেছে তাতে
কেউ কি পেরেছে বোঝাতে?

যখন ছিল সময়, সব কিছুর ছিল মানে
এখন এই ক্ষত, শুধু বাড়ে অপমানে
এক দু ফোঁটা বৃষ্টি গায়ে পড়বে বিদ্যুৎ চমকাবে
হঠাৎ সুতোটা ছিঁড়ে যাবে।

তবু যদি পারি, তোমায় একদিন দেখাব
আমার জলসাঘরে, নিয়ে যাব, নিয়ে যাব, নিয়ে যাব।

Canzoni più popolari di अनुपम रॉय

Altri artisti di Asiatic music